
বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে ড. ঘোষ সাইন্স এন্ড টেকনোলজির আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়।
গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার বলিয়ারর্দী ইউনিয়নের ওসমানপুর গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড. ঘোষ সাইন্স এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা বিশ্ববরেণ্য বৈজ্ঞানিক ড. রাস বিহারী ঘোষ।
অনুষ্ঠানে অংশ নেন সাবেক বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শেখ নূরুন্নবী বাদল, বাজিতপুর বার কাউন্সিলের সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী শৈলেশ্বর দাস, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিল্টন, শিক্ষাবিদ নাসিমা রহমানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি দুই ভাগে বিভক্ত করা হয়। প্রথম পর্বে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে বিস্তর আলোচনা সভা।
দ্বিতীয় পর্বে ছিল কেক কাটা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন দেশের জাতীয় পর্যায়ের কয়েকজন শিল্পী।