আমার কাগজ প্রতিবেদক
রাজধানীর শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় ২ নেতাকে মারধরের ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে এডমিন ক্যাডার ও ছাত্রলীগকে রাখার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন।
বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।
খোকন তার ফেসবুক পোস্টে লিখেন, ‘আরেকটি কথা, তদন্ত কমিটিতে যারা সদস্য তারা শুধু পুলিশ ক্যাডারের, কমিটিতে অ্যাডমিন ক্যাডার এবং ছাত্রলীগকেও রাখা উচিত। কারণ, ঘটনার সঙ্গে তিনটা পক্ষ জড়িত। নয়তো রিপোর্ট একতরফাই হওয়ার সম্ভাবনা বেশি।’
প্রসঙ্গত, রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হকের সঙ্গে পুলিশের রমনা বিভাগের বরখাস্ত এডিসি হারুন অর রশিদের ব্যক্তিগত বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে গত শনিবার রাতে ছাত্রলীগের ২ নেতাকে শাহবাগ থানায় নিয়ে মারধর করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, শাহবাগ থানায় ওসির (তদন্ত) কক্ষে এই মারধরে নেতৃত্ব দেন এডিসি হারুন।
তবে ঘটনার সূত্রপাত হয় বারডেম হাসপাতালে। সেখানে প্রথম দুই পক্ষের মধ্যে মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে ছাত্রলীগ নেতাদের থানায় নিয়ে মারধর করা হয়।
তদন্তে আরও ৫ দিন সময় পেল কমিটি
এ ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঘটনার পরদিন ডিএমপি সদর দপ্তরের উপপুলিশ কমিশনার (অপারেশন্স) আবু ইউসুফকে সভাপতি করে ৩ সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়।
এ কমিটিকে ২ দিনের মধ্যে ডিএমপি কমিশনার বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। মঙ্গলবার তাদের প্রতিবেদনও জমা দেওয়ার কথা ছিল। কিন্তু এক আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটিকে আরও ৫ দিন সময় দিয়েছেন ডিএমপি কমিশনার।