মাদারীপুৃর প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে পরিত্যক্ত ঘর থেকে জিহাদ মিয়া (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত জিহানের বাবা-মা আমেরিকায় বসবাস করেন। তিনি একাই দেশে থাকতেন বলে জানান এলাকাবাসী।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিবচর পৌরসভার ৪নং ওয়ার্ডের বসুন্ধরা আবাসিক এলাকার এলাকাসংলগ্ন ময়নাকাটা নদীর পাড়ে একটি পরিত্যাক্ত টিনের ঘর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
জিহাদের বাবার নাম হামিদ বেপারী। তিনি শিবচর পৌরসভার ৪নং ওয়ার্ডের বসুন্ধরা আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তবে তার বাবা-মাসহ পরিবারের সবাই আমেরিকায় বসবাস করেন। জিহাদ মাদকাসক্ত হওয়ায় পরিবারের কারও সঙ্গে যোগাযোগ ছিল না বলে জানা গেছে।