পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (৩ সেপ্টেম্বর) বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার সন্ধ্যায় ওই ইউনিয়নের মিলঘর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ মাদবপুর গ্রামের মো. শানু মৃধার ছেলে মো. আল আমিন মৃধা (৩০)।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শানু ও মোতালেবের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শানুর ছেলে আল আমিন মিলঘর থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা চাচাতো ভাই মামুনসহ বেশ কয়েকজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আল আমিনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক জানান, শনিবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।