সিরাজগঞ্জ প্রতিনিধি
উজানের পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে অব্যাহতভাবে বাড়ছে যমুনায় পানি। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর পয়েন্ট পানি চার সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও জেলার কাজিপুর পয়েন্টে দুই সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবে) জানিয়েছে, এরই মধ্যে জেলায় চলনবিলসহ করতোয়া, ইছামতি, বড়াল, ফুলজোড় ও হুড়াসাগর নদীর পানিও বেড়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, এখন পর্যন্ত তিন উপজেলার প্রায় এক হাজার ৬৫৭টি পরিবার পানিবন্দি হওয়ার খবর পাওয়া গেছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ৭৪০ টন জিআর চাল, নগদ ১৭ লাখ টাকা, দুই হাজার প্যাকেট শুকনো খাবার, গো-খাদ্যের জন্য পাঁচ লাখ ও শিশু খাদ্যের জন্য দুই লাখ টাকা মজুদ রয়েছে। তালিকা অনুযায়ী এসব বরাদ্দ বিতরণ করা হবে।
সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, ভারতের আসামে প্রচুর বৃষ্টিপাতের কারণে যমুনা নদীর পানি বেড়েই চলেছে।
তিনি জানান, আগামী ৪৮ ঘণ্টার বন্যা সতর্কীকরণ পূর্ভাবাসে বলা হয়েছে, জেলার নদী তীরবর্তী অঞ্চলগুলোতে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে। তবে কোনো বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।