আমার কাগজ প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির রাজনীতিই মিথ্যাচারের রাজনীতি। ২১ আগস্টের ঘটনা নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে দলটি। তারা এই ঘটনার দায় এড়াতে পারে না।
মঙ্গলবার (২২ আগস্ট) একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, শেখ হাসিনাকে হত্যো করাই ছিলো ন্যাক্কারজনক এই হামলার উদ্দেশ্যে। একুশে আগস্ট নিয়ে মিথ্যাচার করে পার পাবে না দলটির নেতারা। মূল হোতা তারেক রহমানের মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়। এতে মানুষ খুশি হবে বলেও মন্তব্য করেন মাহবুব উল আলম হানিফ।