রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার রুপকারী ইউনিয়নের বড়াদম এলাকায় এবং রাঙামাটি শহরের সিলেটি পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঝড়ো হাওয়াসহ বজ্রপাতের সময় বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের মুসলিম ব্লক এলাকার বাসিন্দা বাহারজান (৫৫) ঘরের বাইরে অবস্থান করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।
একই সময় বজ্রপাতে রাঙামাটি শহরের তবলছড়ির সিলেটি পাড়ায় মো. নজির (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি ঘরের পাশে কাপ্তাই হ্রদের পানিতে বড়শি দিয়ে মাছ ধরছিলেন।