
বিনোদন প্রতিবেদক
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সোশ্যালে তাকে মাঝে মধ্যেই নিজ ক্যারিয়ার, চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু এবং সমসাময়িক নানা ব্যাপারে কথা বলে থাকেন। কখনো কখনো কারও নাম উল্লেখ না করে ইঙ্গিতমূলক কথাও বলে থাকেন এ নায়ক। তবে এ তারকাকে খুব কমই রাজনীতি নিয়ে কথা বলতে দেখা যায়। কিন্তু এবার তাকে ক্ষমতা নিয়ে কথা বলতে দেখা গেল। তার ভাষ্য—ক্ষমতা মানুষকে শুধু ক্ষমতাই দিয়ে থাকে, অন্য কিছু নয়। আর মানুষও বানায় না।
সোমবার (১৪ আগস্ট) ওমর সানী তার ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে লেখেন, ‘ক্ষমতা মানুষকে শুধু ক্ষমতাই দেয়। কিন্তু মানুষ বানায় না।’ এ চিত্রনায়ক নীতিবাক্য কেন বা কাকে উদ্দেশ্য করে লিখেছেন সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি পোস্টে। ওমর সানীর এ কথার সঙ্গে অবশ্য সহমত পোষণ করেছেন অনেক তারকা এবং নেটিজেনরা।
অভিনেত্রী অরুণা বিশ্বাস ওমর সানীর এ মন্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তাইতো তিনি মন্তব্যের ঘরে লিখেছেন, ‘হ্যাঁ’। এছাড়া নেটিজেনরা লিখেছেন, ঠিক বলেছেন ভাইয়া। কেউ আবার লিখেছেন, একদম ঠিক।
জনপ্রিয় এই চিত্রনায়কের পুরো নাম মোহাম্মদ ওমর সানী। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিত ওমর সানী হিসেবেই। ১৯৯২ সালে নুর হোসেন বলাইর ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। ১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের ‘দোলা’ চলচ্চিত্রে প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করেন এ নায়ক। পরবর্তীতে ২০০৩ সালে শাকিব খান অভিনীত ‘ওরা দালাল’ চলচ্চিত্রে প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় অভিনয় করেন ওমর সানী। খলনায়ক হিসেবেও ওমর সানী সফলতা পান।
পরে ১৯৯৬ সালের ২ আগস্ট ওমর সানী জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ফারদিন এহসান স্বাধীন নামের এক ছেলে ও ফাইজা নামে এক মেয়ে আছে। ওমর সানীর উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- চাঁদের আলো, প্রেম পতিশোধ, আখেরি হামলা, পাগল তোর জন্য রে, কুলি, আজব প্রেম প্রভৃতি।