
আমার কাগজ প্রতিবেদক
জনপ্রশাসন যুগ্মসচিব পদমর্যাদার ৬ কর্মকর্তা ও ১৫ উপসচিবকে বদলি/পদায়ন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে।
এর মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আন্দ্রিয় দ্রং-কে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ছরোয়ার হোসেনকে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক, সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচি ড. ফারুক আহাম্মদকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. তবিবুর রহমানকে রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব মিজ্ নাসরিন জাহানকেভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব মিজ্ শরীফা আহমেদকে ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক ড. খান মো. মনিরুজ্জামানকে দারুল আরকাম ইতবেদায়ি মাদ্রাসা ইস্তাব ও এমএনজিটি শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে, দারুল আরকাম ইতবেদায়ি মাদ্রাসা ইস্তাব ও এমএনজিটি শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুস সবুরকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত তরফদার সোহেল রহমানকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মিজ তাসলিমা আহমেদ পলিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মিজ মাহবুবা খাতুন মিনুকে রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব, খুলনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মশিউর রহমানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মিজ সীমা রানী ধরকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব, পাবলিক প্রাইভেট পার্টনারশীপ কর্তৃপক্ষের পরিচালক মিজ নাজিয়া ইসলামকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপসচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মোছা. নাজমুন নাহারকে রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব, বিদ্যুৎ বিভাগের উপসচিব এস এম মাজহারুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব, অর্থ বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল মালেককে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এবং খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মর্জিনা আক্তারকে অর্থ বিভাগের উপসচিব হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।