স্পোর্টস ডেস্ক
এশিয়া কাপ ফুটবলের মূল পর্বে বাংলাদেশ একবারই খেলেছিল। ১৯৮০ সালে সেই টুর্নামেন্টটি হয়েছিল কুয়েতে। ঐ টুর্নামেন্টে এশিয়ার সেরা কুয়েতের সঙ্গে অবশ্য বাংলাদেশের খেলা হয়নি।
তার দুই বছর পর ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে খেলে কুয়েত। এরপর বিশ্বকাপ খেলা এই দলের সঙ্গে ১৯৮৬ এশিয়ান গেমসের ফুটবলে একই গ্রুপে পড়েছিল বাংলাদেশ। ঐ ম্যাচে ০-৪ গোলে হেরেছিল বাংলাদেশ।
সেই ১৯৮৬ সালের পর আবার কুয়েতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এবারের মোকাবেলা অনেকটা কাকতালীয়। সাফ ফুটবলে আমন্ত্রিত দল হিসেবে কুয়েত অংশগ্রহণ করছে। বাংলাদেশ ও কুয়েত ভিন্ন গ্রুপে পড়েছিল।
বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করায় কুয়েতের মুখোমুখি হচ্ছে। ভারতের ব্যাঙ্গালোরেতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে প্রথম সেমিফাইনাল। সিনিয়র দল তিন যুগ পর মুখোমুখি হলেও সাম্প্রতিক সময়ে বয়সভিত্তিক পর্যায়ে একাধিকবার কুয়েতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।