ফজলুল হক, নোয়াখালী প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাইমুড়ি উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক ২৮ অক্টোবরের আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর)বিকালে স্থানীয় পৌর বাস টার্মিনাল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোনাইমুড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাকেরের সঞ্চালনায় সোনাইমুড়ী উপজেলা আমির ও ৩ নং চাষির হাট ইউনিয়নের চেয়ারম্যান হানিফ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীর এবং নোয়াখালী-২, (সেনবাগ-সোনাইমুড়ি) আসনের গণমানুষের নেতা অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ। প্রধান অতিথির তার বক্তব্য বলেন ২৮ শে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়, ২৮ অক্টোবরের হত্যার বিচার বাংলার মাটিতে হতে হবে, ২৮ অক্টোবর আমাদের প্রেরণা, তাকে মুছে ফেলা যাবে না। অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সুরা ও কর্ম পরিষদ সদস্য এবং নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ি) আসনের গণ মানুষের নেতা অধ্যক্ষ মাওলানা ছাইফুল্লাহ। উপজেলা জামাতের নায়েবে আমীর রহিম উল্লাহ বিএসসি, সোনাইমুড়ী পৌরসভা জামায়াতের আমির আব্দুল মতিন এবং উপজেলা ও ইউনিয়নের সভাপতি সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Related Stories
December 12, 2024 8:10 PM
December 12, 2024 7:05 PM
December 12, 2024 6:04 PM