আমার কাগজ প্রতিবেদক
গত ২২ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদেরকে এই সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। আগামী শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সেখানে সমাবেশ করতে পারবে দলটি।
তবে সঙ্গে জুড়ে দিয়েছে ২০টি শর্ত। যারমধ্যে রয়েছে, রাস্ট্রবিরোধী কোনো কার্যকালাপ ও উস্কানীমুলক কোনো বক্তব্য প্রদান করা যাবে না, সমাবেশে লাঠি সাদৃশ্য কোন বস্তু ব্যবহার করা যাবে না, যানবাহন চলাচল বিঘ্নিত করা যাবে না ইত্যাদি।
বুধবার (১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।