
স্পোর্টস ডেস্ক
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া শ্রীলঙ্কার সাবেক স্পিনার সচিত্রা সেনানায়েকে মুক্তি পেয়েছেন। কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট কোর্ট এই স্পিনারকে জামিন দিয়েছেন, নিশ্চিত করেছেন শ্রীলঙ্কান পুলিশের মিডিয়া বিভাগ।
গত ৬ সেপ্টেম্বর ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিলো সেনানায়েকেকে। ১৯ দিন জেল খাটার পর ৫০ লাখ শ্রীলঙ্কার রুপির দুইটি জামানতের বিনিময়ে জামিন মঞ্জুর পেয়েছেন তিনি। জামিন পেলেও ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে সেনানায়েকের উপর।
২০২০ সালের এলপিএলে লঙ্কান ক্রিকেটার সচিত্র সেনানায়েকের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল। জানা গেছে, দুই ক্রিকেটারকে ফোনে ম্যাচ পাতানোর জন্য প্রলুব্ধ করেছিলেন এই লঙ্কান ক্রিকেটার। এই ঘটনার বিস্তারিত তদন্তের জন্য কলম্বোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট সেনানায়েকের ওপর তিন মাসের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার জন্য নির্দেশ দিয়েছিল গত ১৪ আগস্ট।
শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ ২০১৬ সালে মাঠে নেমেছিলেন সেনানায়েকে। ২০১৪ সালে একটি টেস্ট খেলেছিলেন। শ্রীলঙ্কাকে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন সেনানায়েকে। ৫ ইনিংস বল করে ওভারপ্রতি ৪.৮৮ রান খরচে উইকেট নিয়েছিলেন ৪টি।