
সাব্বির আহমেদ মানিক
কুলিয়ারচর উপজেলার বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে রামদী ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে আগরপুর বাসস্ট্যান্ডে আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. মজলু মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নিবার্হী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি কিশোরগঞ্জ জেলা বিএনপি এড. মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিল্লাত। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো: শাহ আলম, জেলা যুবদলের আহ্বায়ক জিএস খশরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপির সালাউদ্দিন খান শাহজাহান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রামদী ইউনিয়ন বিএনপির সাধারণ শফি উদ্দিন শফি মিয়া।
প্রধান অতিথি বক্তব্যে শরিফুল আলম বলেন, গত স্বৈরাচার ফ্যাসিস্টের আমলে আমি শরিফুল আলম ৮৫টি মামলার আসামী। ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন। তিনি এই আগরপুর বাসস্ট্যান্ডে আমি নেতা কর্মীদের সাথে এককাপ চা পর্যন্ত খেতে পারেনি। আগামীতে যদি আপনাদের হাতে গণতন্ত্র পুনরুদ্ধার হয় আমি আপনাদের কাছে অতীতে ও ছিলাম ভবিষ্যতে ও থাকব। রামদী ইউনিয়নের ঘরে ঘরে শরিফুল আলম হয়ে আমাকে একটি ভোট দিবেন। ভোট দিয়ে আমাকে এমপি বানালে আমি ভৈরব-কুলিয়ারচরকে মডেল উপজেলা হিসেবে ঘোষণা করবো।