
বিনোদন ডেস্ক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি। আগামী ১৩ অক্টোবর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
রোববার (১ অক্টোবর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে বায়োপিকের ট্রেলার প্রদর্শনকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এই ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, সিনেমাটি বাস্তব ইতিহাসের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। ১৫ আগস্টের ঘটনাটি দিয়ে সিনেমাটি শেষ হয়েছে। খুনিরা কীভাবে ১০ বছরের রাসেলকে কীভাবে হত্যা করল সেটি দেখা খুবই কষ্টকর। এটি জাতির জন্য ইতিহাসের একটি দলিল। বঙ্গবন্ধু কীভাবে জাতির রূপকার হলেন সেটি এই সিনেমায় চিত্রায়িত হয়েছে।
পাশাপাশি এই সিনেমায় প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী অসাধারণ অভিনয় করেছেন বলেও জানান ড. হাছান মাহমুদ।
বঙ্গবন্ধুর বায়োপিকটি নির্মাণ করেছেন ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল এবং অতুল তিওয়ারি। এতে বঙ্গবন্ধুর চরিত্রে পর্দায় দেখা যাবে আরিফিন শুভকে। শামা জায়দির ইংরেজি চিত্রনাট্য থেকে আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে সিনেমাটি।
এর আগে এক সাক্ষাৎকারে আরেফিন শুভ জানান, সিনেমা আর না করতে পারলেও কোনো আফসোস থাকবে না তার। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি এমন মানুষের চরিত্রে অভিনয় করতে পেরেছি যিনি আমার চেয়ে অল্প কিছু বছরের বেশি বয়সে লড়াই সংগ্রামের মাধ্যমে একটি দেশকে স্বাধীন করেছেন। এই সিনেমার পর যদি আমি মরেও যাই বা আর কোনো সিনেমা না করতে পারি তাতেও কোনো আফসোস থাকবে না আমার।
জানা গেছে, বাংলাদেশের ৬০ ভাগ ও ভারতের ৪০ ভাগ ব্যয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয় এই বায়োপিকের শুটিং। পরে একই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশে শেষ হয়।
২০২২ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চলচ্চিত্রটির প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার এবং ১৯ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে ট্রেলার প্রকাশিত হয় সিনেমাটির।
প্রসঙ্গত, আরিফিন শুভ ছাড়া এতে আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের জনপ্রিয় শতাধিক শিল্পী।