আমার কাগজ প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনকালে ১২ দলীয় জোটের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার দুপুর ১২টায় মাতুয়াইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ১২ দলীয় জোটের ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ জোটের নেতাকর্মীদের ওপর বেপরোয়া লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
তিনি দাবি করেন, হামলায় এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনসহ ১২ দলের প্রায় ২৫ নেতাকর্মী আহত হয়।