
স্পোর্টস ডেস্ক
ভারতের মেয়েরা সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল। তাই সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিটা ভারতের জন্য ছিল কেবলই নিয়ম রক্ষার ম্যাচ। তবে বাংলাদেশের মেয়েদের জন্য এটা ছিল মান বাঁচানোর লড়াই। অবশেষে মান রক্ষা করেছে নিগার সুলতানা জ্যোতির দল। শেষ টি-টোয়েন্টিতে ১০ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে টাইগ্রেসরা।
বৃহস্পতিবার (১৩ জুলাই) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে ভারতের মেয়েরা। ইনিংসে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক হারমানপ্রীত কৌর। জবাবে রান তাড়া করতে নেমে টাইগ্রেস ওপেনার শামিমা সুলতানার ৪২ রানের ইনিংসে ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।