
আমার কাগজ ডেস্ক
১০ জানুয়ারি (শুক্রবার) হৃদয়ে খুলনার জমকালো পিকনিক ও খুলনা জেলার বৃহত্তর মিলন মেলা অনুষ্ঠিত হয়। রাজধানীর পূর্বাচল সী সিল পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, র্যাফেল ড্রতে ৬০০ শতাধিক লোকের উপস্থিতি এক মিলন মেলায় রূপ নেয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৃদয়ে খুলনার অ্যাডমিন মো. শহিদুল ইসলাম ভিপি শহিদ, প্রধান অতিথি ছিলেন আলী আসগর লভী, বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নরুল ইসলাম, র্যাব ২ এর সিও খালিদুল হক হাওলাদার, বৃহত্তর খুলনা সমিতির সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক খান আকতারুজ্জামন এমজেএফ, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আফরোজা বেগম, কুষ্টিয়া সমিতির সাবেক সভাপতি আব্দুস সালাম, সমবায় মন্ত্রণালয়ের নিবন্ধনক নবিরুল ইসলাম, চডউ শরীয়তপুরের অ্যাকচিয়েন মাহবুবুর রহমান বৃহত্তর খুলনা সমিতির সাবেক সাধারন সম্পাদক আবু জাফর মিয়া, পূর্বাচল অ্যাপারেলস এর চেয়ারম্যান মাসুদ হোসেন, টেটলির জিএম মনিরুল ইসলাম তুহিন, এছাড়া হৃদয়ে খুলনা রফিকুল ইসলাম, মাহ- তাবুর রহমান, ভিপি সোহেল, আফ- সার হোসেন শিপলু পারভেজ আলম, জিলানী সাইদ, কামরুজ্জামান নান্নু, আজিজ খান বাবু, আনোয়ার হোসেন শানাল, তারেক, ফায়েকুজ্জামান, মোয়াজ্জেম হোসেন, নুর আলম শান্ত, নাজমুস সাকিব শহিদুল ইসলাম ওয়াসা শহিদ, আমেনা খাতুন রত্না,ব্যাংকার নুর আলমসহ আরোও অনেক উপস্থিত ছিলেন।