স্পোর্টস ডেস্ক
সাকিব আল হাসান—তিনি শুধুই একজন ক্রিকেটার? মোটেও না, একনাগাড়ে একজন মডেল, ব্যবসায়ী ছাড়াও আরও কত কি। পেশাগত জীবনে সাকিব অনন্য। বহু প্রতিভার অধিকারী এই ক্রিকেটার যে গানও গাইতে পারেন, তা হয়তো জানা ছিল না ভক্ত-সমর্থকদের। এবার হিন্দি গান গেয়ে সবাইকে চমকে দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আজ রোববার (৬ আগস্ট) লঙ্কা প্রিমিয়ার লিগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে সাকিবকে গান গাইতে দেখা যায়। এসময় সাকিবের সঙ্গে দেখা যায় উপস্থাপকের ভূমিকায় থাকা জনপ্রিয় শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি ডি সিলভাকে। এসময় সাকিব এলপিএলে নিজের অভিজ্ঞতার কথা জানান।
লঙ্কা প্রিমিয়ার লিগে নিজের অভিজ্ঞতার প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমার যতটুকু মনে আছে, অনূর্ধ্ব-১৯ এ খেলার সময় আমি প্রথম শ্রীলঙ্কাতে এসেছিলাম। এরপর প্রতি ১-২ বছর পরই বাংলাদেশ দলের হয়ে আরও কয়েকবার এসেছি। তবে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে এই প্রথমবার আসা। আমি খুবই রোমাঞ্চিত এই টুর্নামেন্ট নিয়ে। আমাদের দলও ভালো অবস্থানে রয়েছে। আমরা ভালো করছি, আশা করি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’
শ্রীলঙ্কার আতিথেয়তায় মুগ্ধ সাকিব। এ বিষয়ে সাকিব বলেন, ‘শ্রীলঙ্কার আতিথেয়তা অসাধারণ। এখানকার মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ। আপনি এর চেয়ে বেশি কিছু আশা করতে পারেন না। এটা অবশ্যই খুবই সুন্দর একটা দেশ, তবে সব ছাপিয়ে আতিথেয়তাকে আমি এগিয়ে রাখব।’
ইন্টারভিউয়ের একেবারে শেষ পর্যায়ে সাকিবকে হিন্দি গানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ইয়োহানি। সেখানেও বাজিমাত সাকিবের। শুরুতে কিছুটা সমস্যা হলেও, সাকিব যে ভীষণ মেধাবী তারই প্রমাণ রাখলেন পুরো চ্যালেঞ্জ জুড়ে। ‘আজকাল তেরে মেরে পেয়ার কে চর্চে হে যুবান পার, সাবকো মালুম হে, অর সাবকো খবর হো গায়ি’ জনপ্রিয় এই হিন্দি গানটির কিছু অংশ গেয়ে উপস্থাপকের বাহবা পান বিশ্বসেরা অলরাউন্ডার।