আমার কাগজ প্রতিবেদক
রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার দেশের প্রথম পিপিপি প্রজেক্টভুক্ত ফ্লাইওভার যা দক্ষিণ ও পূর্বাঞ্চলের যানবাহনের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
এ ফ্লাইওভারে ১১টি র্যাম্পের মধ্যে ৬টি স্থান থেকে যানবাহন উঠা এবং ৫টি স্থান থেকে নামার সুযোগ রয়েছে।
জানা যায়, মোহাম্মদ হানিফ ফ্লাইওভার সিংহভাগ র্যাম্প ডিএমপির ওয়ারী ট্রাফিক বিভাগের অন্তর্গত আর মতিঝিল ট্রাফিক বিভাগে মাত্র ১টি। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ র্যাম্পটি মতিঝিল ট্রাফিক বিভাগের অন্তর্গত ব্যস্ততম এলাকা গুলিস্তানে অবস্থিত।
ট্রাফিক শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং ফ্লাইওভার কেন্দ্রিক যানবাহনে গতিশীলতা আনয়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে যাত্রাবাড়ী জনপদ মোড়স্থ ফ্লাইওভার নির্মাতা প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের অফিস কক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা-৪ আসনের সংসদ সদস্য মো. আওলাদ হোসেন সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মইনুল হাসান পিপিএম, ট্রাফিক ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম, ট্রাফিক ওয়ারী বিভাগের অতিঃ উপপুলিশ কমিশনার সুলতানা ইশরাত জাহান, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক লালবাগ জোন) মোঃ গোলাম মোর্শেদ এবং ফ্লাইওভার কর্তৃপক্ষের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, গুলিস্তান এলাকায় বর্তমানে আগের চেয়ে যানবাহনের গতি বেড়েছে। তবে আরো গতিশীলতা বাড়ানোর জন্য গুলিস্তানসহ অন্য ১০টি র্যাম্প এলাকায় বিশেষ ব্যবস্থা নেয়ার চেষ্টা চলছে। এ লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মর্মে প্রতীতি ব্যক্ত করা হয়।
ফ্লাইওভার কর্তৃপক্ষ সর্বমোট ৭টি টোল প্লাজায় টোলের গতি বাড়ানোর জন্য অধিকতর কার্যকরী ব্যবস্থা গ্রহণসহ প্রতিটি র্যাম্প এলাকায় স্বেচ্ছাসেবক বাড়ানো হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।