
সিলেট প্রতিনিধি
সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রচার কার্যক্রমের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক দুইদিনব্যাপী সেমিনারের সমাপনী অনুষ্ঠান আজ শনিবার সিলেটের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী সেমিনারে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ফায়জুল হক বলেন, “সৎ সাহস নিয়ে জনগণের সেবা করতে পারলে দেশের দ্রুত উন্নয়ন হবে। সীমিত সম্পদের সুষম ব্যবহার করে জনগণকে উদ্বুদ্ধ করার উদ্যোগ অব্যাহত রাখতে হবে। মানবিক হয়ে অন্যের জন্য কাজ করলে দেশ ও জাতির উপকার হয়।” তিনি কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও নিজেদের হালনাগাদ রাখার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, তিনি পরিকল্পনা প্রণয়নের কৌশলগত দিকগুলো তুলে ধরেন।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার মোঃ সালাহ উদ্দিন। তার উপস্থাপনায় উঠে আসে তারুণ্যের ক্ষমতা, শিল্প বিপ্লব, কর্মসংস্থান, সামাজিক পরিবর্তন, দক্ষতা অর্জন এবং সামাজিক ন্যায়বিচার সম্পর্কিত বিভিন্ন দিক।
গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক অনুসুয়া বড়ুয়া সৃজনশীলতা, নেতৃত্ব ও স্বেচ্ছাসেবায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। অন্যদিকে, পরিচালক ডালিয়া ইয়াসমিন তারুণ্যের ভাবনা ও রাষ্ট্রীয় যোগাযোগ কৌশল নিয়ে বক্তব্য রাখেন।
সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন সভাপতির বক্তব্যে গুজব প্রতিরোধের ওপর জোর দিয়ে বলেন, “ডিজিটাল যুগে ভুল তথ্য দ্রুত ছড়ায়, যা সামাজিক অস্থিরতা সৃষ্টি করে। তাই গুজবের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্যে বিশ্বাস করা যাবে না।”
সেমিনারটিতে সঞ্চালনার দায়িত্ব পালন করেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক ফাহিমা জাহান।