
আমার কাগজ প্রতিবেদক
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সৌজন্য সাক্ষাৎ করেছেন দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভুইয়া রানা।
আজ রোববার (২৩ মার্চ) সচিবালয়ে সচিবের দপ্তরে সাক্ষাৎ শেষে তাঁকে শুভেচ্ছা স্মারক তুলে দেন ফজলুল হক ভুইয়া রানা।
উল্লেখ্য, গত বছরের ২১ নভেম্বর স্বাস্থ্য সেবা বিভাগে যোগদান করেন মো. সাইদুর রহমান।
এর আগে তিনি স্বাস্থ্য পরিষেবা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া, তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা এবং বগুড়ার জেলার গাবতলী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় সংসদে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মো. সাইদুর রহমান ১৯৯১ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৬৬ সালে ১১ জানুয়ারি নাটোরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।তিনি নাটোরের গুরুদাশপুরের খুবজিপুর মাল্টি ল্যাটারাল হাই স্কুল থেকে এসএসসি এবং রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাস করেন।