
নরসিংদী প্রতিনিধি
দেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক আকরাম হোসেন (৪০) ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৯ মে) রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি রেস্টুরেন্টের সামনে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবারের সদস্যরা। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
আকরাম হোসেন দেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
এ ঘটনায় নিন্দা জানিয়েছে নরসিংদী প্রেসক্লাব, নরসিংদী সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
সাংবাদিক আকরাম হোসেন জানান, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে পরিবার নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং স্টেশনে গাড়ির গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাত তিন যুবক হঠাৎ ধারালো চাপাতি বের করে তাকে লক্ষ্য করে আঘাতের চেষ্টা করে। সেই আঘাত লক্ষ্যভ্রষ্ট হলে সৌভাগ্যক্রমে বেঁচে যান তিনি।
পরে তার পরিবারের সদস্যদেরও হত্যার উদ্দেশ্যে আঘাতের চেষ্টা করলে আকরাম হোসেন তা প্রতিহত করেন।
এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে তার গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। সবশেষ স্থানীয়রা এগিয়ে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে দৌঁড়ে পালিয়ে যায় হামলাকারীরা। হামলার সময় আকরাম হোসেনের সঙ্গে স্ত্রী, দুই বছরের শিশু ছেলে ও এক নিকট আত্মীয় ছিলেন।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, বিষয়টি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আশা করছি দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে।