
বিনোদন প্রতিবেদক
সম্প্রতি ইউটিউব থেকে উঠে আসা জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার নানা বিতর্কে জড়িয়ে পড়েছেন। কয়েক দিন আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া তার বিরুদ্ধে মারধর, গালিগালাজ ও ধর্ষণের হুমকির অভিযোগ আনেন। শুধু তাই নয়, শুটিং সেটে মাদক সেবনের অভিযোগও তোলেন তিনি।
এই অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ দাবি করে শামীম হাসান সরকার এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেন। সেখানে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডনের পাশাপাশি, সহকর্মী অহনা রহমানের সঙ্গে সম্পর্ক নিয়েও বক্তব্য দেন তিনি, যা নতুন করে আলোচনার জন্ম দেয়।
এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়ায়, এই বিতর্কের জেরে অভিমান করে শামীমের নববিবাহিতা স্ত্রী আফসানা আক্তার তাকে ছেড়ে চলে গেছেন। বিষয়টি নিয়ে অনেকে নানা রকম মন্তব্য করতে থাকেন।
তবে সেই গুঞ্জন থামিয়ে দিয়েছেন শামীম নিজেই। বৃহস্পতিবার (৯ মে) রাত ৭টা ৩৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন: “আমার স্ত্রী আমার সঙ্গে আছে। ভিউজের জন্য অসুস্থ নিউজ করবেন না। ভালো থাকবেন। বিয়ের পর মিডিয়া থেকে প্রাপ্য বিয়ের উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত। নিশ্চয়ই আল্লাহ সব জানেন, সব দেখেন।”
উল্লেখ্য, গত ৪ এপ্রিল শামীম হাসান সরকার বিয়ে করেন আফসানা আক্তারকে, যিনি আইন বিভাগে অধ্যয়নরত। মাত্র আট মাসের পরিচয়ের পর পারিবারিক আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।