
বাজিতপুর প্রতিনিধি
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের বাজিতপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী আন্দোলন বাজিতপুর শাখার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১২ জুলাই) বিকেলে বাজিতপুর বাজারের এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নাগরিক সমাজ, শিক্ষার্থী, তরুণ প্রজন্ম, ব্যবসায়ী, মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক সচেতন মহলের ব্যাপক অংশগ্রহণে বিক্ষোভটি এক গণজাগরণে রূপ নেয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘সোহাগ হত্যার বিচার চাই’ ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, ঘাতকের ফাঁসি চাই’ এই ধরনের স্লোগানে মুখরিত করে তোলেন পুরো বাজিতপুর বাজার।
পরে বাজারের শহিদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির বাজিতপুর উপজেলার প্রধান সমন্বয়কারী রাহাগীর আলম মান্না, যুগ্ম সমন্বয়কারী শফিকুল ইসলাম শফিক, সৌরভ, শাহিন আলম। বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জাফর সাদিক খান নুরেন, ওয়ালিদ, রনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলার ও কিশোরগঞ্জ জেলার ক্রীড়া কমিটির সদস্য আদিফুর রহমান, ইসলামী আন্দোলন বাজিতপুর শাখার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিগত ৯ তারিখে মিটফোর্ডে যেভাবে হায়েনার মতো এক ব্যবসায়ীকে হত্যা করেছে চাঁদার কারণে, এ হত্যাকাণ্ডটা আইয়ামে জাহেলিয়াকে হার মানিয়েছে। অতীতে যে জালেমরা জনগণের ওপর নিপীড়ন চালিয়েছে, সেই নিপীড়নকেও হার মানিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি, একটি দলের নাম ভাঙিয়ে একজন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে দিবালোকে পাথর নিক্ষেপ করে মানুষকে হত্যা করেছে। আমরা প্রশাসনের কাছে দাবি করছি, অনতিবিলম্বে সে যেই দলেরই হোক, যে চাঁদাবাজ, যে সন্ত্রাসী, যে হত্যাকারী তার বিচার ২৪ ঘণ্টার মধ্যে হতে হবে। কোনো ধরনের পার্টির প্রভাব যাতে না হয়। জনগণকে বলছি, আপনারা নিজেরা শক্তি হয়ে উঠুন, ঐক্যবদ্ধ হয়ে উঠুন, প্রতিবাদ গড়ে তুলুন।