
আমার কাগজ ডেস্ক
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটির পরিচালক ও ইনসিটু উপপরিচালক ডা. মোহাম্মদ সেহাব উদ্দিন। বর্তমান পরিচালক (চলতি দায়িত্ব) ডা. মো. শফিউর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘ডা. মো. শফিউর রহমান (৪২৮০০), পরিচালক (চলতি দায়িত্ব), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা। ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা সংযুক্ত: পরিচালক (চলতি দায়িত্ব), বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইবিএম), সাভার, ঢাকা।’
‘ডা. মো. সেহাব উদ্দিন (৪৩৮৭৮), পরিচালক ও ইনসিটু উপপরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি, তেজগাঁও, ঢাকা। পরিচালক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা’—যোগ করা হয় প্রজ্ঞাপনে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এই এ আদেশে বদলি/পদায়নকৃত কর্মকর্তাকে আগামী ১৪ আগস্টের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।