ফজলুল হক, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার ২ নং ওয়ার্ড (শিমুলিয়া) জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভার ২ নং ওয়ার্ড (শিমুলিয়া) শাখার উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও চাষিরহাট ইউপি চেয়ারম্যান হানিফ মোল্লা। পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন সেক্রেটারি ফজলুল হক,সোনাইমুড়ী শহর জামায়াতের সেক্রেটারি হাফেজ আনিছুর রহমান প্রমুখ। শিমুলীয়া ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মহিন উদ্দিনের সঞ্চালনায় ও নুরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মাঈন উদ্দিন, ১ নং ওয়ার্ড সভাপতি আবদুল মতিন, সেক্রেটারি মোস্তাক আহমেদ বেলাল।এসময় ৩০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Related Stories
December 21, 2024 6:56 PM
December 21, 2024 6:54 PM