
ফজলুল হক, (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর জেলার সোনাইমুড়ী উপজেলায় তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুলাই (শনিবার) বিকালে তা’লীমুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মো.নাঈম উদ্দিনের সভাপতিত্ব সোনাইমুড়ী উপজেলা তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হানিফ মোল্লার সার্বিক দিকনির্দেশনায় স্থানীয় মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত হাফেজদের নিয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের উপদেষ্টা কড়িহাটি ছালেমিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’লিমুল কোরআন ফাউন্ডেশনের উপদেষ্টা রহিম উল্ল্যাহ বিএসসি,মাওলানা নুর উদ্দিন প্রমুখ।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন,হাফেজ মাওলানা নুর হোসাইন হাফেজ মাওলানা আলাউদ্দিন, এবং হাফেজ আব্দুল মান্নান।
অনুষ্ঠান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন কারীদের নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী সকল প্রতিযোগিকে সান্তনা পুরস্কার হিসেবে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা হাফেজে কুরআনদেরকে আগামীদিনে দেশগঠনে ভুমিকা রাখার আহ্বান জানান।