ফজলুল হক, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি পরীক্ষায় স্ত্রীকে নকল সরবরাহ করার অপরাধে স্বামীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন মিয়া সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসির হিসাব বিজ্ঞান বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে সাইফুল ইসলাম (২২) তার স্ত্রীকে নকল সরবরাহ করার অপরাধে পাবলিক পরীক্ষা আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ বছরের কারাদণ্ড ও নগদ ২ হাজার টাকা জরিমানা করেন।
দন্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া বিনয়গড় গ্রামের নুরুল আলমের ছেলে ও নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী বলে জানাযায়।
Related Stories
February 4, 2025 5:10 PM