ফজলুল হক, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ীতে মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোগে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কৃষি উপকরণ বিতরণ করা হয়।
আজ রবিবার (৩ মার্চ) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে নাটেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম।
ব্যাংকের চৌমুহনী শাখা ব্যবস্থাপক মাহবুব জামিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন খোকন, নাটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ছারওয়ার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা জহিরুল হক মামুন, সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্যাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলা উদ্দিন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠান শেষে প্রান্তিক কৃষকদের হাতে কৃষি উপকরণ (সার) তুলে দেন সাংসদ মোরশেদ আলম।