
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনাইমুড়ী উপজেলা শাখার উদ্যোগে শহীদদের স্মরণে এক মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে স্থানীয় ফয়েজিয়া এতিমখানায় ১৫০ এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়। এসময় জুলাই শহীদের স্মরণে ও তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুকরণীয়। তাদের স্মরণে আমাদের কর্তব্য সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো। জামায়াতে ইসলামী সেই দায়িত্ববোধ থেকেই এতিম শিশুদের সঙ্গে এই দিনটি ভাগ করে নিতে উদ্যোগ নিয়েছে।
ফয়েজিয়া এতিমখানার শিক্ষার্থীরা জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে আন্তরিকভাবে গ্রহণ করে। তারা আনন্দঘন পরিবেশে খাবার গ্রহণ করে এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালীর ১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ,জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সোনাইমুড়ী উপজেলা জামায়াতের আমির হানিফ মোল্লা,জামায়াত মনোনীত সোনাইমুড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন, পৌর মেয়র প্রার্থী হিফজুর রহমান । অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন উপজেলা জামাতের সেক্রেটারি আব্দুল্লাহ বাকের, পৌরসভা আমির আব্দুল মতিন সহ,স্থানীয় নেতৃবৃন্দ, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।