ফজলুল হক, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা ক্যাম্পেইন বিষয়ক অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃনাজিম উদ্দিন ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম। সোনাইমুড়ী উপজেলায় প্রায় ১৯৩১৪ কিশোরীদের এ টিকা প্রদান করা হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান। অনুষ্ঠানে ৫ম থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের এবং মাঠপর্যায়ে ১০-১৪ বছরের কিশোরীদের এইচপিভি টিকাদান বিষয়ক রেজিষ্ট্রেশন ও টিকাকার্ড সংগ্রহের প্রশিক্ষণ দেয়া হয়। ওরিয়েন্টেশনে অংশগ্রহণ নেয়া সোনাইমুড়ী উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগনকে প্রশিক্ষণ প্রদান করেন ডা: ইফতেখারুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ইলিয়াস মামুন, ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ হরিলাল দেবনাথ প্রমুখ।
Related Stories
December 12, 2024 8:10 PM
December 12, 2024 7:05 PM
December 12, 2024 6:04 PM