
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী সোনাইমুড়ী প্রেসক্লাবের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ই ডিসেম্বর) সকাল ১০ টায় সোনাইমুড়ি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রেসক্লাব সেক্রেটারি ইয়াকুব আল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সহ-সভাপতি মহিন উদ্দিন দুলাল।
সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনাইমুড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক সালাউদ্দিন,সাবেক সভাপতি শামসুল আরেফিন জাফর,ক্লাবের বর্তমান সহ-সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন ভূঁইয়া।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী প্রেসক্লাব য়ুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক আমার কাগজ নোয়াখালী প্রতিনিধ ফজলুল হক, দৈনিক নয়া দিগন্ত সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল মতিন, দৈনিক আমাদের সময় প্রতিনিধি গুলজার হানিফ, য়ুগ্ম-সাধারণ সম্পাদক জসীমউদ্দীন,সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলম,সাংবাদিক মোহাম্মদ উল্লাহ ,আবু বক্কর সিদ্দিক,জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিকে সোনাইমুড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা টেস্ট প্রদান করা হয়।