
ফজলুল হক, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বারগাঁও ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কল্লাপোড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।তাৎক্ষণিক খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে ততক্ষণে ৬ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
আজ রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ছয়টার দিকে
স্থানীয় ব্যবসায়ী আবুল কালামের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা।পরবর্তীতে দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায় দাবী করেন ব্যবসায়ী আবুল কালাম ।
এ বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী ফায়ার সার্ভিস লিডার শাহাদাত হোসেনের বলেন আমার নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছান এবং এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।ফায়ার সার্ভিস অফিস দাবি করেন পাঁচটা পঞ্চান্ন মিনিটে খবর পেয়ে তারা ৬ঃ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান।কিন্তু স্থানীয়দের অভিযোগ ফোন দেয়ার আধা ঘন্টার মধ্যেও তারা ঘটনার স্থলে আসেননি ফলে নিঃস্ব হয়ে গেল বেশ কয়েকজন ব্যবসায়ী।ব্যবসায়ীদের দাবি এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। এবং ব্যবসায়ী আবুল কালামের ছোট ছেলে জিহাদ মারাত্মক আহত হলে তাকে জেলা সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়।