
ফজলুল হক, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাইমুড়ী পৌরশাখার উদ্যোগে বাজারের ব্যবসায়ীদের নিয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ২৯ ( সেপ্টেম্বর) বিকালে স্থানীয় তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিগত ১৬ বছর বাজারের ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের জুলুম ও চাঁদাবাজির শিকার হয়েছেন।ব্যবসায়ের সুষ্ঠু পরিবেশ ফিরে পেতে আগামীতে কোন ধরনের চাঁদাবাজি চলবে না। নির্বিঘ্নে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে সোনাইমুড়ি পৌর জামায়াতের আমীর আব্দুল মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাইমুড়ি উপজেলা আমির ও ৩ নং চাষিরহাট ইউনিয়ন চেয়ারম্যান হানিফ মোল্লা। উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাকের,সাবেক সোনাইমুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাব উদ্দিন, ব্যবসায়ী মোস্তাক আহমেদ বেলাল, আল আমিন প্রমুখ।