স্পোর্টস ডেস্ক
মাঠের ক্রিকেটে সময়টা দুর্দান্ত কাটছে পেসার তাসকিন আহমেদের। জাতীয় দলের জার্সিতে তাসকিন যেন অনবদ্য। গত কয়েক বছরে তাসকিন যেমন দিয়েছেন ধারাবাহিকতার প্রমাণ, তেমনই দেশকে এনে দিয়েছেন দুর্দান্ত সব জয়। ক্রীড়া ক্ষেত্রে এমন অসামান্য অবদান রাখায় এবারের শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদের সেরা ক্রীড়াবিদের স্বীকৃতি পেয়েছেন এই ক্রিকেটার।
শনিবার (৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাসকিনের হাতে এই পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কারের ক্রেস্ট তাসকিনের হাতে তুলে দেওয়ার সময় দেখা যায় প্রধানমন্ত্রী তাসকিনকে কিছু একটা বলছেন। তাসকিনও মাথা নেড়ে সায় দিচ্ছেন। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাসকিনকে কি কোনো পরামর্শ দিয়েছেন? এমন প্রশ্ন ছিল তাসকিনের কাছে।
জবাবে পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে তাসকিন বলেন, ‘আসলে জিজ্ঞেস করছিল যে সামনে কি কি খেলা আছে। প্রধানমন্ত্রী নিজেই বলছিলেন যে সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ আছে; সবার জন্য শুভ কামনা, ভালো মতো খেলো।’
প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছেন এই তারকা পেসার। এমন অর্জনে বেশ উচ্ছ্বসিত এই ক্রিকেটার। তাসকিন বলেন, ‘প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলাম, তাও প্রধানমন্ত্রীর হাত থেকে। এটা আমার জন্য খুবই গর্বের বিষয়। আমার খুবই ভালো লাগছে।’
এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩’ পুরস্কার নিয়েছেন ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠান। পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়।
তাসকিনসহ নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও গত এসএ গেমসের সোনাজয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলামও পেয়েছেন সেরা ক্রীড়াবিদের পুরস্কার। নতুন সংযোজন হিসেবে ক্রীড়া ধারাভাষ্যকার পুরস্কার পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং আন্তর্জাতিক ক্রিকেট ভাষ্যকার আতাহার আলী খান।