
নেত্রকোনা প্রতিনিধি
সংবাদ প্রকাশের পর ঘুম ভেঙেছে পদমশ্রী এ. ইউ. খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের। শুরু হয়েছে পাঠদান।
প্রতিষ্ঠানটির শিক্ষার বেহাল অবস্থা নিয়ে গত ৯ মে সমকালে একটি সংবাদ প্রকাশ হয়। তাতে দেখা যায়, বিদ্যালয়ে শিক্ষার্থী নেই। কর্মচারী অফিসে ঘুমিয়ে। এক শিক্ষক অফিসে বসেই ধুমপানে ব্যস্ত। আরেক শিক্ষক পাশের কক্ষে একজনকে প্রাইভেট পড়াচ্ছেন। এই সংবাদ প্রকাশ হলে টনক নড়ে স্কুল কর্তৃপক্ষের। শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশসহ তদন্ত প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেন কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার বিদ্যালয়ে গেলে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি পাওয়া যায়। বিদ্যালয়ে ৫৬০ শিক্ষার্থীর মধ্যে ষষ্ঠ শ্রেণিতে ৫৫, সপ্তম শ্রেণিতে ৩৫, অষ্টম শ্রেণিতে ৩০, নবম শ্রেণিতে ২৫, দশম শ্রেণিতে ১৫ শিক্ষার্থীকে পাওয়া যায়। শিক্ষক-কর্মচারীসহ ১৬ জন উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক সমির কুমার দাস জানান, সংবাদটি প্রকাশ হওয়ায় বিদ্যালয়ের জন্য মঙ্গল হয়েছে। কৃষি মৌসুমে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি খুবই দুষ্কর ছিল। বর্তমানে শিক্ষক-শিক্ষার্থী নিয়মিত উপস্থিত হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী বলেন, ‘সংবাদ প্রকাশের পর বিদ্যালয়টিতে শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। শিক্ষক-কর্মচারীরা নিয়মিত আসছেন। আজ (মঙ্গলবার) আমার আকস্মিক পরিদর্শনে যাওয়ার কথা ছিল। শারীরিক অসুস্থতায় যেতে পারিনি। তবে বিদ্যালয়টির ব্যাপারে নিয়মিত খোঁজখবর রাখছি। অচিরেই তদন্ত শুরু হবে।’