সিলেট প্রতিনিধি
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনে হুইসেল শুনে ডোবায় পড়ে গুরুতর আহত হাতিটিকে বাঁচানো গেল না।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১টার দিকে হাতিটি মারা যায় বলে নিশ্চিত করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ। তিনি বলেন, আমরা হাতিটিকে বাঁচানোর আপ্রাাণ চেষ্টা করেছি। মেরুদণ্ড ও পায়ে গুরুতর আঘাত পেয়েছিল হাতিটি।
পোষা হাতিটির নাম সুন্দরমালা। বয়স হয়েছিল ৪২ বছর। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা এলাকার বাসিন্দা কামরুল ইসলাম হাতিটির মালিক।
ঢাকার প্রাণীসেবা প্রতিষ্ঠান পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাকিবুল হক আজ বেলা ১টার দিকে মুঠোফোনে বলেন, সকাল থেকেই হাতিটি নিস্তেজ অবস্থায় পড়ে ছিল। দুপুর ১২টা ৪০ মিনিটে এটি মারা যায়। এ সময় হাতিটির মালিকপক্ষের প্রতিনিধি আবদুস সবুর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
উদ্ধার করার পর আহত হাতিটি ঘটনাস্থলের কাছেই পড়ে ছিল জানিয়ে রাকিবুল হক বলেন, প্রাণীটির দাঁড়ানোর শক্তি ছিল না। পেট ফোলা ছিল এবং পেছনের ডান পা নাড়াতে পারছিল না। পিঠে মেরুদণ্ডের মাঝ বরাবর ক্ষত দেখা গেছে। এসব কারণে রক্তচাপ বেড়ে হাতিটির হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।
উল্লেখ্য, গত শনিবার রাতে রেললাইনের ধারে কলাগাছ খাচ্ছিল হাতিটি। এ সময় ট্রেনের হুইসেল শুনে হাতিটি আতঙ্কিত হয়ে পাশে থাকা ডোবায় পড়ে যায়। সারা রাত ওই ডোবায় পড়ে ছিল। প্রায় ১৪ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের আলমপুর স্টেশনের একটি দল, পুলিশ ও বন বিভাগের সদস্যরা দীর্ঘ প্রচেষ্টার পর রোববার বিকেল ৩টার দিকে হাতিটিকে ডোবা থেকে উদ্ধার করা হয়।
