সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে কয়েকটি আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র পুড়ে গেছে।
রোববার (২৯ অক্টোবর) সকালে দলের নেতারা কার্যালয়ে গেলে আগুনে পুড়ে যাওয়ার বিষয়টি দেখতে পায়। তাদের ধারণা, গতরাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগার আলী মাস্টার জানান, বিএনপির হরতাল বিরোধী সফল করতে আজ বিকেলে শান্তি সমাবেশ হওয়ার কথা। সেজন্য রোববার সকালে দলীয় কার্যালয়ে গিয়ে দেখি আমার কক্ষ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত রাতের কোনো এক সময় পূর্ব পাশের জানালা ভেঙে দুর্বৃত্তরা রুমে ঢুকে চেয়ার, টেবিল ও আলমারিতে আগুন ধরিয়ে দেয়। এতে এসব আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে পুড়ে যায়। এ নাশকতার জন্য বিএনপি জামায়াতই দায়ী। পূর্বপরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছে তারা। এজন্য নিন্দা ও দায়ীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।
অপরদিকে এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মঞ্জুর রহমান মঞ্জু শিকার জানান, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে আগুন দিয়ে আমাদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার গণমাধ্যমকে জানান, আমরা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিদর্শন করে দেখেছি কয়েকটি আসবাবপত্র দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।