
সাইফুল্লাহ মোঃ খালিদ রাসেল, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক স্থান থেকে ২ লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) সকালে এক গৃহবধূর গলা কাটা লাশ ও সিআই খোলা ডিএনডির লেক থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টব নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে শিমরাইল মোড় এলাকায় সওজের সিএনবি কলোনির একটি বাসা থেকে স্থানীয় রুবেল মিয়ার স্ত্রী
সাবিনা আক্তার লাকি (৩২) নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, লাকি আক্তার দীর্ঘদিন ধরে প্রতিবেশী নিরবের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন এবং প্রায়ই তার বাসায় যাতায়াত করতেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাতেও তিনি সেখানে গেলে সকালে গলাকাটা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। ঘটনার পর থেকে নিরব পলাতক।
পুলিশ সূত্রে আরও জানা যায়, ‘আমরা নিরবের বাসা থেকে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বা ব্যক্তিগত বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আসামীকে ধরতে অভিযান চালানো হবে।
একই দিন সকাল ৯টার দিকে পাইনাদী সিআই খোলা এলাকার ডিএনডি লেকে থেকে অজ্ঞাতপরিচয় ২৫–৩০ বছর বয়সী এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ তা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লেকে ফেলা হয়েছে। মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুটি ঘটনায় পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।