আমার কাগজ প্রতিবেদক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) গতকাল (৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
বারভিডা প্রেসিডেন্ট আবদুল হক এর সভাপতিত্বে বারভিডা কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমান, প্রাক্তন প্রেসিডেন্ট ও প্রাক্তন সেক্রেটারি জেনারেলসহ সংগঠনের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বারভিডা প্রেসিডেন্ট আবদুল হক, প্রাক্তন প্রেসিডেন্ট মোঃ হাবিব উল্লাহ ডন এবং প্রাক্তন সেক্রেটারি জেনারেল মোহম্মদ শহীদুল ইসলাম ও মাহবুবুল হক চৌধুরী বাবরসহ সংগঠনের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ দেশের গণতন্ত্রের অভিযাত্রা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অনন্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বেগম খালেদা জিয়া ৩ মেয়াদে প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের বেসরকারি খাতের বিকাশ ও সমৃদ্ধিতে নীতিগত সহায়তা প্রদানের জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে বারভিডার ভাইস প্রেসিডেন্ট ১ মোহাঃ সাইফুল ইসলাম (সম্রাট), ভাইস প্রেসিডেন্ট ২ ডা. হাবিবুর রহমান খান, ভাইস প্রেসিডেন্ট ৩ ফরিদ আহমেদ, ট্রেজারার মোঃ সাইফুল আলম, অর্গানাইজিং সেক্রেটারি জোবায়ের রহমান, পাবলিকেশন এন্ড পাবলিসিটি সেক্রেটারি মোঃ আবদুল আউয়াল ও কালচারাল সেক্রেটারি মোঃ গোলাম রাব্বানি (শান্ত) উপস্থিত ছিলেন। সংগঠনের কার্যনির্বাহী সদস্য এ.বি. সিদ্দিক (আবু), মোহাম্মদ আনিসুর রহমান, মো: আকতার হোসেন মজুমদার, মোহাম্মদ কায়সার মোর্সেদ (সোহেল), আহসানুর রহমান আরজু, পুনম শারমিন ঝিলমিল, মো: হুমায়ুন কবীর ভূঁইয়া, মো: মুজিবুর রহমান, মোহাম্মদ জহির ইকবাল ও কে.এম. শফিউল্লাহ (রনি) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
