
সাব্বির আহামদ মানিক
কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল হোসেনের শ্যালক হালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক রাসেল গত বুধবার রাতে ধানমন্ডি থেকে একদল জনতা আটক করে ধানমন্ডি থানার পুলিশের হাতে ধরিয়ে দেন।
আজ বৃহস্পতিবার বাজিতপুর থানার এসআই আব্দুল কাদির তাকে বাজিতপুর থানায় নিয়ে আসে।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে বন্ধুক দিয়ে গুলি বর্ষণ ও শান্তিপূর্ণ মিছিলে ককটেল পাটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ করেন। গত ০৪/০৮/২০২৪ইং তারিখে তানজিদ হাসান শুভ্র বাদী হয়ে ২২৯ জনের নামে একটি বিস্ফোরক মামলা রজু করেন। এই মামলায় ওমর ফারুক রাসেল ৫নং আসামী। শুভ্র এফায়েরে উল্লেখ করেন, ইবনে সিনা নাবিল কে হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণ করে এবং তার নামে বাজিতপুর থানায় আরও ৪-৫টি মামলা রয়েছে। এই মামলা গুলি নিয়মিত গ্রেপ্তার দেখানো হবে। হালিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য নাম প্রকাশের অনিচ্ছুক সংবাদদাতাকে জানান, রাসেল চেয়ারম্যান থাকাকালীন, সন্ত্রাসী, চাঁদাবাজি, ভূমি দোসর সহ অসংখ্য অভিযোগ রয়েছে তার নামে। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ হোসেন বলেন, তাকে কিশোরগঞ্জ চিফ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।