
বাজিতপুরে এনসিপির ইফতার মাহফিলে আহনাফ সাঈদ খান
মো. ফারুক
কিশোরগঞ্জের বাজিতপুর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে ও আহতদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার (২৯ মার্চ) বিকেলে বাজিতপুর সরকারি কলেজ মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সাঈদ আহনাফ খান।
প্রধান অতিথির বক্তব্যে আহনাফ সাঈদ খান বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের স্মরণ এবং আহতদের সম্মান জানিয়ে বলেন, বাজিতপুরে আমি মুক্ত পরিবেশে প্রথমবারের মতো শ্বাস নিতে পারছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে সাবেক অবৈধ এমপি আফজাল হোসেনের নির্যাতনে আমাকে কয়েক মাস বাড়ি ছাড়া থাকতে হয়েছিল। কেননা আমি ফ্যাসিবাদের বিপক্ষে আওয়াজ তুলেছিলাম। আমার পরিবারকেও মানসিক নির্যাতনের ভেতরে দিয়ে যেতে হয়েছিল। আজকে সেই ভয় নেই, সেই উৎকণ্ঠার জায়গা নেই। শুধু আমি না এখানে উপস্থিত অনেকেই নানানভাবে নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, এখন যে মুক্ত বাংলাদেশ পেয়েছি, মুক্ত বাজিতপুর পেয়েছি। এটা রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরই। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি, এ ফ্যাসিবাদের দোসরা যেকোনো আমাদের বিপক্ষে ছোবল মারতে পারে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এখানে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এবং এনসিপি জনগণের ভয়েস হয়ে থাকবে, জনগণের কথাগুলো শুনবে, জনগণের সুখ-দুঃখে, বিপদ-আপদে পাশে থাকবে। এবং এটাই আমাদের প্রত্যাশা। আর আমরা আশা করবো আজকে যে একটা সুন্দর পরিবেশ বজায় থাকছে। পরবর্তীতেও যেন এ রাজনৈতিক সম্প্রীতিটা বজায় থাকে। এবং সেটা আমরা অক্ষুন্ন রাখবো।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, বাজিতপুর উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মামুন, বিএনপি নেতা বদরুল আলম শিপু, বিএনপি নেতা জিএস মীর জলিল, সাবেক বিএনপি নেতা আমিরুল হোসেন সুজন, নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির সভাপভি আবুল বাশার খান (সুমন খান), বাজিতপুর রাজ্জাকুন্নেছা (আর.এন) সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ খায়রুল হাসান কাউছার, বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, বাজিতপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মজতুবা আলী জাহাঙ্গীর, বাংলাদেশে শিক্ষক সমিতির কেন্দ্রীয় সদস্য ও বাজিতপুর শাখার সাধারণ সম্পাদক শাহীন আলম, জাতীয় নাগরিক পার্টির বাজিতপুর শাখার আহবায়ক রাজীব আহম্মেদ, বৈষম্যবিরোধী আন্দোলনের বাজিতপুর শাখার আহবায়ক নুরেন খান, জাতীয় নাগরিক পার্টির বাজিতপুর শাখার সদস্য সচিব রাহাগির আলম প্রমুখ।
এছাড়া জাতীয় নাগরিক পার্টির ও বৈষম্যবিরোধী আন্দোলনের বাজিতপুর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।