
আমার কাগজ প্রতিবেদক
দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। রাজধানীর দক্ষিণখান, আশুলিয়া ও গাজীপুরে অভিযান চালিয়ে গতকাল তাদের গ্রেপ্তার করা হয়।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোকছেদুর রহমান মোকছেদুল (৫৫), এক বছরের বিনাশ্রম কারাদণ্ড পাওয়া মো. মজিবুল ইসলাম মইজ্জা (৪০) ও ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. আমিনুর রহমান (৩৫)।
মঙ্গলবার অ্যান্টি টেরোরিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল তাদের গ্রেপ্তারের বিষয়ে জানিয়েছেন।
মাহফুজুল আলম রাসেল জানিয়েছেন, সোমবার ভোরে দক্ষিণখানধীন ফায়েদাবাদ চৌরাস্তা সংলগ্ন এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোকছেদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। একইদিন দুপুরে আশুলিয়ায় অভিযান চালিয়ে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত আসামি মজিবুলকে গ্রেপ্তার করা হয়। আর সোমবার দিবাগত রাতে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার চৌরাস্তা সংলাগ্ন এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আমিনুরকে গ্রেপ্তার করে এটিইউ।