
আমার কাগজ প্রতিবেদক
ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক আনন্দ তারকা পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মামুনুর রশিদের মা হালিমা খাতুন আর নেই। বার্ধক্যজনিত কারণে শুক্রবার দিবাগত রাত ১টায় ঢাকায় মেয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ বহু আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার বাদ আসর ফেনী সদর উপজেলার রামপুর গ্রামে নামাজে জানাজা শেষে সওদাগর বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে।
শোক: সাংবাদিক মামুনুর রশিদের মা হালিমা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভূইয়া রানা। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।