
আমার কাগজ প্রতিবেদক
জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম সেখকে পদোন্নতি দিয়েছে সরকার।
বিসিএস ১৩ ব্যাচের এ কর্মকর্তাকে এ পদোন্নতি দিয়ে আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়। পদোন্নতির পর তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে। তিনি জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক ও আইসিটি অনুবিভাগের দায়িত্বে ছিলেন।
এর আগে ২০২১ সালের ডিসেম্বরে খায়রুল আলম বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান পদে নিয়োগ পান। সেসময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন। গতবছর তাকে পুনরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। তার বাড়ি ফরিদপুর জেলায়। সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্যসেবা বিভাগের বদলি করা হয়েছে।