আমার কাগজ প্রতিবেদক
সব শিক্ষাপ্রতিষ্ঠানে সনাতনী শিক্ষার্থীদের জন্য মন্দির নির্মাণের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ।
শুক্রবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের নেতারা এ দাবি জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রার্থনাস্থল থাকলেও হিন্দু শিক্ষার্থীদের জন্য মন্দিরের ব্যবস্থা নেই। ফলে তারা যথাযথ ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি বলেন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বহু বছর ধরে শিক্ষার্থীরা মন্দির নির্মাণের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। তাই, অনতিবিলম্বে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে মন্দির নির্মাণে সরকারকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
সংগঠনটির সিনিয়র সহসভাপতি অনুপ কুমার দত্ত ও হিন্দু পরিষদের মুখপাত্র অ্যাডভোকেট সুমন কুমার রায়ও একই দাবি জানান।
মানববন্ধনে বাংলাদেশ হিন্দু পরিষদের সভাপতি দিপঙ্কর শিকদার দিপু, যুব পরিষদের প্রধান সমন্বয়কারী মনিষ বালা, নির্বাহী সভাপতি অমিত বর্মনসহ অনেকেই উপস্থিত ছিলেন।