
রাজশাহী প্রতিনিধি
নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে জুন-জুলাইয়ের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, “নির্বাচন নিয়ে গড়িমশি করা হলে জনগণের মধ্যে তো সন্দেহ জাগবে অন্তর্বর্তী সরকারের প্রতি। ফলে নির্বাচন নিয়ে গড়িমশি গ্রহনযোগ্য নয়।”
জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে নিহত-আহতের পরিবারের সঙ্গে সাক্ষাত ও অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শুক্রবার রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে ‘আমরা বিএনপি পরিবার’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
‘নির্বাচন করতে এত সময় লাগবে কেন’ প্রশ্ন তুলে রিজভী বলেন, “এ নির্বাচন ১৫ বছর শেখ হাসিনা আটকে রেখেছিলেন। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি। ভোটাররা যাওয়ার আগে তাদের ভোট দেওয়া হয়ে গেছে। দিনের ভোট রাতে হয়েছে। আমাদের নির্বাচনি ব্যবস্থা, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুমড়েমুচড়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।
“এ প্রতিষ্ঠানগুলোকে সজিব করতে হবে; প্রণবন্ত করতে হবে।”
এগুলোর জন্য এত গরিমশি কেন প্রশ্ন তুলেন রুহুল কবির রেজভী।
অন্তর্বর্তীকালীন সরকারকেই তত্ত্বাবধায়ক সরকার দাবি করে তিনি বলেন, “ফলে এ সরকার সুন্দর নির্বাচন করতে পারবে।”
রিজভী বলেন, পুলিশ যাতে কোনো দলের পক্ষপাতিত্ব করতে না পারে। আইনশৃঙ্খলা বাহিনী যেন সরকারের বাহিনী হয়ে জনগণের ওপর অত্যাচার করতে না পারে, সেই সংস্কার, সেই আইনগুলো করুন। আর এই আইনগুলো করতে তো নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার না হলে কি করে এটা সম্ভাব? এ জন্য আগে জাতীয় সংসদ নির্বাচন দরকার।”
আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা, সদস্যসচিব মামুন অর রশিদ।
পরে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন রুহুল কবির রিজভী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, সদস্য সচিব বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা।