
সাইফুল্লাহ মোঃ খালিদ রাসেল
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা হাবিবুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগে জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশেষে ভূমি কর্মকর্তা হাবিবুর রহমানকে বদলি করেছেন। নামজারি করতে আসা সাধারণ মানুষকে টাকার জন্য বিভিন্ন ধরনের হয়রানি ও সিদ্ধিরগঞ্জ ভূমিপল্লী এলাকায় ভূমি কর্মকর্তা হাবিবুর রহমানের আলিশান একাধিক ফ্ল্যাটের বিষয়ে জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশিত হয়। কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যাচাই-বাছাই করে হাবিবুর রহমানকে বদলি করেন বলে একটি সূত্রে জানায়।
এলাকাবাসী জানায়, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা হাবিবুর রহমান যোগদান করার পর থেকেই সাধারণ মানুষকে টাকার জন্য নানা অজুহাতে হয়রানি করতো। সাধারণ মানুষ বাধ্য হয়ে ভূমি কর্মকর্তার চাহিদা মত দাবিকৃত টাকা দিয়ে ভূমি সংক্রান্ত কাজ করিয়ে নিতেন। ভূমি কর্মকর্তা হাবিবুর রহমানের অত্যাচার অতিষ্ঠ ছিলেন এলাকাবাসী। এ দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তা হাবিবুর রহমানকে বদলি করাতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। তারা আরো বলেন, ভবিষ্যতে ভূমি কর্মকর্তা যারাই আসেন না কেন তাদের বিষয়ে নজরদারি রাখার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সচেতন মহলের দাবি, যারাই দুর্নীতি করবে তাদের বিরুদ্ধেই যথাযথ শাস্তির ব্যবস্থা গ্রহন করলে দেশ একদিন দুর্নীতি মুক্ত হবে। আমরা ভূমি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানাই সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আবারো প্রমাণিত হলো আইনের উর্ধ্বে কেউ নয়।