আমার কাগজ ডেস্ক
উচ্চ শিক্ষার উদ্দেশ্যে প্রবাসে পাড়ি জমানো শিক্ষার্থীদের বিদেশের মাটিতে ভরসার আরেক নাম বাংলাদেশী প্রবাসীদের নিয়ে গঠিত বিভিন্ন সংগঠন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য পরিবেশ এবং বহুজাতিক সংস্কৃতি চর্চার কারনে বাংলাদেশী শিক্ষার্থীদের নিকট উচ্চশিক্ষার জন্য একটি পছন্দের জায়গা। ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের এমনই একটি সংগঠন বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া (বিআইএসএসি) বনভোজনের মাধ্যমে অভিষেক অনুষ্ঠিত হয়েছে। একই দিনে সংগঠনটির অনুষ্ঠিত নির্বাচনে রাসেল মাহমুদ জুয়েলকে সভাপতি এবং লিংকন আহমেদ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত ২১ জানুয়ারি দেশটির লস এঞ্জেলসের রোজমিট পার্কে ক্যালিফোর্নিয়ায় অবস্থানরত অন্তত ১৬ টি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা মিলিত হন। বাংলাদেশি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এক মনোমুগ্ধকর মিলনমেলায় পরিণত হয়। শিক্ষার্থীদের এ আয়োজনের ছিল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন, র্যাফেল ড্র সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সদ্য নির্বাচিত সভাপতি জুয়েল ও সাধারণ সম্পাদক লিংকন তাঁদের অভিব্যাক্তি প্রকাশ করতে গিয়ে জানান, ক্যালিফোর্নিয়ায় অবস্থানরত বাংলাদেশী শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্ক জোরদার এবং সংগঠনের ভিত্তি কে সুদৃঢ় করতে সহযোগিতা করবে এই নির্বাচন।